Published : 23 May 2025, 03:19 PM
গাজীপুর নগরে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের সালনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর সদর থানার এসআই কায়সার হাসান ফারুক।
নিহত শারমিন আক্তার (২৮) নগরের ‘প্রীতি গ্রুপের’ একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি ময়মনসিংহের ফুলপুর থানার পাহাড়ছড়ি গ্রামের বাসিন্দা।
আটকের নাম মোজাম্মেল হক একই থানার তিতপুর গ্রামের বাসিন্দা। শারমিন আক্তার তার দ্বিতীয় স্ত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকমাস আগে শারমিনের সঙ্গে মোজাম্মেলের বিয়ে হয়। তারা সালনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। শারমিন পরকীয়া করছেন, এমন অভিযোগে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল।
বৃহস্পতিবার রাতে কারখানায় কাজ শেষ করে বাসায় ফেরার পথে শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান এসআই কায়সার হাসান ফারুক।
তিনি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে নিহতের স্বামী মোজাম্মেলকে আটক করা হয়েছে; তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই ফারুক।