Published : 22 May 2025, 12:35 PM
এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে অন্তত ১১ নারী-শিশুকে ঠেলে দিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার রাতে উপজেলার গাটিয়ারভিটা সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবির ধবলসুতি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন।
বিজিবি ক্যাম্প কমান্ডার বলেন, ভারতীয় কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ ও ভারতীয় পুলিশ। পরে স্থানীয় নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে চার জন শিশু ও সাতজন নারী রয়েছেন।
তবে আটকৃতদের বরাতে স্থানীয়রা দাবি করেন, শুধু ১১ জন নয় বুধবার রাতে দুই দফায় অন্তত ৫০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। যারা আত্মগোপনে চলে গেছেন।
স্থানীয়রা জানান, পুশইন হওয়ারা দেশে ঢোকার পর হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তারা স্থানীয় নতুন বাজারে পৌঁছালে লোকজনের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে। তখন ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন।
এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও নারী-শিশুদের আটকে রাখেন স্থানীয়রা। পরে বিজিবি এসে সাড়ে ১১টার দিকে তাদের আটকের পর ক্যাম্পে নিয়ে যায়।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, পুশইনের শিকার শিশুসহ ১১জনকে আটকের পর তাদের পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।