Published : 07 Oct 2024, 04:58 PM
হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় সড়ক অবরোধ করে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এতে চন্দ্রা-নবীনগর সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন পরিবহন যাত্রী ও চালকরা।
সোমবার দুপুর ১টার দিকে টিফিনের সময় থেকে রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে বলে জানান গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু তালেব।
সাড়ে তিন ঘণ্টা পর বিকাল সাড়ে ৪টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে বিক্ষোভ অব্যাহত রাখেন। এরপর ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, গত সপ্তাহের প্রথম দিকে হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তারা বিক্ষোভ করেন। সে সময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণেই তারা টিফিনের সময় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
কারখানার শ্রমিক আব্দুল মোমিন বলেন, “এবার যতক্ষণ না মালিক কারখানায় এসে দাবি মেনে নেওয়ার ঘোষণা দিচ্ছেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে। বার বার আশ্বাস দিয়ে তারা কথা রাখছেন না।”
জিরানী বাজার এলাকার ব্যবসায়ী এনামুল ইসলাম বলেন, “বেশ কিছু দিন ধরে শ্রমিকরা দাবি-দাওয়া নিয়ে সড়কটি অবরোধ করে রাখছে। এতে সাধারণ মানুষ ও নিয়মিত যারা এই সড়কে চলাচল করে তাদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। কিছু হলেই সড়ক অবরোধের একটি প্রতিকার হওয়া উচিত। যাতে অযথা কোনো কারণে সড়ক অবরোধ করতে না পারে।”
গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, “শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দুপুর ১টার দিকে আন্দোলন শুরু করে। পরে তারা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান অবরোধ সৃষ্টি করে। তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা হচ্ছে।”
গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার দীপক কুমার মজুমদার, “বিকাল সাড়ে ৪টার দিকে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। এখন তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”