Published : 19 Jun 2025, 05:43 PM
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার রাংতা গ্রাম থেকে বুধবার রাতে তাকে আটক করা হয় বলে আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম জানান।
গ্রেপ্তার তমাল বৈদ্য (২২) ওই গ্রামেরই বাসিন্দা।
মামলার বরাতে বৃহস্পতিবার ওসি অলিউল ইসলাম বলেন, “রাজবাড়ীর এক ব্যক্তি মহানবীকে (স.) নিয়ে কটূক্তিমুলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ওই ভিডিওতে তমালও কটূক্তি করেন।
“বিষয়টি প্রকাশ হলে বুধবার রাতে রাংতা বাজারে তমালের গ্রেপ্তার দাবিতে স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।”
খবর পেয়ে থানার ওসিসহ পুলিশ সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে তমালকে গ্রেপ্তার করা করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাজিহার ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা করেছেন।
ওই মামলায় তমালকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।