Published : 20 May 2025, 03:21 PM
নাশকতার মামলায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সাংবাদিক ফিরোজ কামাল ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাত ৩টায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফিরোজ কামাল দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
পুলিশ জানায়, ৫ অগাস্টের পর ফিরোজ কামাল দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ চারটি মামলা রয়েছে।