Published : 11 May 2025, 06:10 PM
টানা কয়েক দিন ধরে দেশজুড়ে তাপপ্রবাহের পর ময়মনসিংহে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। এতে উত্তাপ কমে এ অঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
রোববার বেলা ৩টার পর থেকে নগরের বিভিন্ন এলাকা ও ত্রিশাল উপজেলায়া ঠান্ডা হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়।
নগরের চরপাড়া এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, “বেলা ৩টার দিকে আচমকা আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে ঝড়ো বাতাস শুরু হয়। এরপরই শুরু হয় বৃষ্টি। তখন নগরীর মানুষ বৃষ্টির ছোঁয়া পেতে ঘর থেকে বাইরে বের হয়ে আসে।”
শনিবার ময়মনসিংহে বিরাজ করা ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রোববার কমে আসে ২৭ দশমিক ২ ডিগ্রিতে।
গাঙ্গিনারপাড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম স্বপন বলেন, “কয়েকদিনের তীব্র গরমে মানুষ অতিষ্ট হয়ে পড়েছিল। হঠাৎ বৃষ্টিতে সবার মাঝে স্বস্তি নেমে এসেছে।”
কিশোর আনিসুল হকের ভাষ্য, “তীব্র গরমের কারণে বাইরে তো বের হওয়া যাচ্ছিলই না, ঘরেও থাকা কষ্টদায়ক হয়ে উঠেছিল। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বের হয়ে এসে ভিজেছি। বন্ধুদের নিয়ে খেলায় মেতে উঠেছি। বেশ ভালো আনন্দ হয়েছে।”
নগরের রিকশাচালক আব্দুল মজিদ বলেন, “টানা কয়েকদিনের গরমে রিকশা চালানো একেবারে কঠিন হয়ে পড়েছিল। এখন স্বস্তির বৃষ্টিতে ভিজেই রিকশা চালাচ্ছি। খুব ভালো লাগছে। যাত্রীরাও আনন্দ পাচ্ছে।”
ত্রিশালের বাসিন্দা আব্দুল হাকিম বলেন, “উপজেলার বেশ কয়েকটি এলাকায় দুপুরের পর থেকে শিলাবৃষ্টি শুরু হয়। এতে ধানের কিছুটা ক্ষতি হলেও গরমের অস্বস্তি কেটে গেছে। আবহাওয়া অনুকূলে না থাকলে চলাফেরাটা খুবই সমস্যা হয়।”