Published : 01 Mar 2025, 04:46 PM
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের নয় সদস্যের একটি কমিটিতে সাতটি পদেই নারীদের রাখা হয়েছে।
শুক্রবার জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন এবং সদস্যসচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদনের পর বিষয়টি নিয়ে ‘ইতিবাচক’ আলোচনা হচ্ছে।
কমিটিতে কনিকা আক্তারকে সভাপতি এবং দেওয়ান নুসরাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য নেতারা হলেন- জ্যেষ্ঠ সহসভাপতি পুষ্পা আক্তার, সহসভাপতি আয়েশা সিদ্দিক পান্না ও মুক্তা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নূসরাত জাহান তনু, নাজনীন আক্তার ও তানভীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন।
এই কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন।
শনিবার জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, “নারীরা আর পিছিয়ে নেই। তারা পিছিয়ে থাকবে না। পুরুষদের পাশাপাশি নারীরাও বিএনপির সব ক্ষেত্রে এগিয়ে যাবে এটাই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। বিএনপি প্রধানও খালেদা জিয়া। জুলাই-অগাস্টের আন্দোলনেও মেয়েরা এগিয়ে ছিল।”
জেলা ছাত্রদলের দুই নেতা জানান, তারা যখন চাতলপাড় ডিগ্রি কলেজে সংগঠনের সদস্য ফরম বিতরণ করেন তখন মেয়েরা সবচেয়ে বেশি আগ্রহ দেখায় রাজনীতির প্রতি। ছেলেদের অংশগ্রহণ কম ছিল। সেই পরিপ্রেক্ষিত বিবেচনায় নিয়েই সেখানে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি কনিকা আক্তার বলেন, “সারাদেশে এমনিতেই নারীরা পিছিয়ে। কিন্তু জুলাই-অগাস্টের আন্দোলন আমাদের শিখিয়েছে নারীরা চাইলেই রাজনীতিতে অবদান রাখতে পারেন।
“ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে নারীদের ভূমিকা ছিল সবার আগে। তাছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চাইছেন নারী নেতৃত্ব এগিয়ে আসুক।”