Published : 24 May 2025, 05:18 PM
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লিচুর বিচি গলায় আটকে তিন বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক।
নিহত আবু বক্কর উপজেলার বিদ্যাকুট গ্রামের তারেক জিয়ার ছেলে। বৃহস্পতিবার সে মায়ের সঙ্গে ভৈরবনগরে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।
শিশুটির বাবা তারেক জিয়া ও স্বজনদের বরাতে ওসি বলেন, আবু বক্কর বেড়াতে যাওয়ায় শনিবার সকালে তার নানা বাজার থেকে লিচু নিয়ে আসেন। খেলাধুলার ফাঁকে ফাঁকে সেই লিচু খাচ্ছিল আবু বক্কর। কিন্তু অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার গলায় আটকে গেলে শ্বাস নিতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে শিশুটি।
তাৎক্ষণিক পরিবারের সদস্যরা শিশুটিকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে শিশুটিকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুর রাজ্জাক আরও বলেন, চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা গেছে।