Published : 27 Feb 2025, 04:57 PM
অপারেশন ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ছাত্রলীগ সভাপতি এমরান উদ্দিন জুয়েলকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার কসবা থানা ওসি মোহাম্মদ আবদুল কাদের বলেন, বুধবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৪।
গ্রেপ্তার এমরান উদ্দিন জুয়েল কসবা পৌরসভার তালতলা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, জুয়েলের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এবং কসবা থানায় দুটি মামলা রয়েছে।
ওসি আবদুল কাদের বলেন, গত বছরের ৪ অগাস্ট কসবায় ছাত্র-জনতার সরকার পতন আন্দোলনে ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে হামলার অভিযোগে ১৭ নভেম্বর কুটি ইউনিয়ন ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম ইমু বাদী হয়ে কসবা থানায় একটি মামলা করেন।
“সেই মামলায় সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল ২৩ নাম্বার আসামি। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হওয়া একটির মামলারও আসামি তিনি। ৫ অগাস্টের পর থেকে জুয়েল আত্মগোপনে চলে যান।”
তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছুই জানেন না পুলিশের এই কর্মকর্তা।