Published : 11 Jun 2025, 01:19 PM
মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
বুধবার সকাল ৯টার দিকে ঝিটকা বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন দোকানগুলোয় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হরিরামপুর স্টেশনের লিডার সোলায়মান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। কীভাবে লাগুন লেগেছে, তা এখনো নিশ্চিত নই। বৈদ্যুতিক শর্ট সার্কিট কিনা আমরা তদন্ত করে দেখছি।
তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- বাবুল হালদারের কণিকা ফার্মেসি, নির্মল শীলের সেলুন দোকান, আব্দুল সত্তারের সিয়াম সুজ, মহসিনের মহসিন টেলিকম, দিলীপ সাহার সাতরং ফ্যাশন ও উপজেলা প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুল হকের মা ফার্মেসি।
সাংবাদিক আব্দুল হক বেপারী জানান, তিনি পাইকারি ও খুচরা ওষুধ বিক্রি করেন। সকাল পৌনে ৯টার দিকে তার পাশের সাত্তারের জুতার দোকান ও মহসিন টেলিকমের মাঝামাঝি বৈদ্যুতিক মিটারের উপর থেকে প্রথম আগুন দেখা যায়।
মুহূর্তের মধ্যে আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। দোকান পুড়ে তিনিসহ ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছেন।
এ বিষয়ে বাজার বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন জানান, আগুনে বাজারের ছয়-সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যবসায়ীদের এক-দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনের ঘটনায় হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে যাচ্ছেন। জেলা প্রশাসন অথবা উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করবে।
এছাড়া কিভাবে আগুন লাগলো এ বিষয়েও তদন্ত করা হবে বলে জানান তিনি।