Published : 07 Jun 2025, 01:50 AM
ঢাকার সাভারে ‘পাওনা টাকার জন্য’ স্ত্রীর সামনে স্বামীকে ছুরি মেরে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাভার বাস স্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের পেছনে মুরগি পট্টিতে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া (৩৬) সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার রহমত আলীর ছেলে। এক সময় তিনি সাভার থানার সোর্সের কাজ করতেন বলে তার পরিচিতজনদের ভাষ্য।
তার স্ত্রী এশা বলেন, রাতে রুবেলের সঙ্গে ঈদের কেনাকাটা শেষে সাভার বাজার বাসস্ট্যান্ডে মুরগি পট্টিতে গিয়েছিলেন মুরগি কিনতে।
“তখন আমাদের পূর্ব পরিচিত বাশার আমার নাম ধরে ডাকছিল। আমি তখন বাশারকে আমার নাম ধরে ডাকতে নিষেধ করি। তখন বাশার ও তার সঙ্গে থাকা ওবায়দুল ব্যাগে থেকে চাকু বের করে বলে তোদের কাছে অনেক টাকা পাই।
“তখন বাগবিতাণ্ডার এক পর্যায়ে আমার স্বামীকে চাকু মেরে আর হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত করে।”
পথচারীদের সহায়তায় রুবেলকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।