Published : 01 May 2024, 11:47 PM
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি প্রাইভেট ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রোগ নির্ণয় কাজে ব্যবহৃত রিএজেন্ট রাখার অপরাধে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত।
উপজেলা সদরের নিরাময় ক্লিনিকে মঙ্গলবার রাতে চালানো এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রাশেদুল বলেন, “জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম কাশিয়ানী উপজেলা সদর হয়ে গোপালগঞ্জ ফেরার পথে নিরাময় ক্লিনিক পরিদর্শনে নামেন। এ সময় সেখানে রোগীদের সঙ্গে কথা বলেন।
“পরে ক্লিনিকের ওষুধ স্টোর ও প্যাথলজি বিভাগে গিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফ্রিজে থাকা রিএজেন্ট দেখতে পেয়ে সেগুলো জব্দ করেন।”
তিনি বলেন, এ সময় তা ক্লিনিক মালিক ডা. আসলামুজ্জামান কামালকে ২০ হাজার টাকা জরিমানা এবং পরবর্তীতে এই ধরনের কর্মকাণ্ড না করার জন্য সতর্ক করেন।
জরিমানার টাকা অভিযুক্ত ব্যক্তি সরকারি রশিদের নগদ প্রদান করেন বলে জানান ইউএনও।
কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম, গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সেবগাতুল্যাহ ও কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।