Published : 10 Jun 2025, 08:55 PM
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় একটি মাদ্রাসার নৈশ্য প্রহরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সোমবার গভীর রাতে উপজেলার চণ্ডিপুর সিকেবি রুস্তম মিয়া আলিম মাদ্রাসার একটি কক্ষ থেকে নৈশ প্রহরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ওসমান গণি মোল্লা (৫৮) উপজেলার চণ্ডিপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত ১টার দিকে কে বা কাহারা মাদ্রাসার ভেতর ঢুকে ওসমান গণিকে কুপিয়ে পালিয়ে যায়। তখন ওসমান গণি তার সহকারী হাবিবকে মোবাইল করে বিষয়টি জানান।
হাবিব স্থানীয়দের সহযোগিতায় মাদ্রাসায় ঢুকে ওসমান গণিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসি শফিকুল বলেন, “রাতেই আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। কারা কী কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে সেটি তদন্ত করা হচ্ছে।
“ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ অথবা তাৎক্ষণিক কোনো ক্ষোভের কারণে এই হত্যাকাণ্ড হতে পারে।”