Published : 30 May 2025, 10:31 AM
ঝড়ো বাতাসে পল্লী বিদ্যুতের কয়েকটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে কুমিল্লার বরুড়া উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে বৈদ্যুতিক খুঁটিগুলো উপড়ে পড়ার ঘটনা ঘটে বলে পল্লী বিদ্যুৎ সমিতি ১ বরুড়া জোনাল অফিসের ডিজিএম মো. আহসান উল্লাহ জানান।
ডিজিএম আহসান উল্লাহ বলেন, “ঝড় বাতাসে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে পুরো বরুড়া উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। পুরো সংযোগ মেরামত করতে শুক্রবার বিকাল পর্যন্ত সময় লাগতে পারে।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের তিনটি খুঁটি ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়েছিল। সকালে সেগুলোকে সরিয়ে রাস্তা সচল করা হয়েছে।
“সেখানকার একটি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সকালেই ঠিকাদারকে খবর দিয়েছি। তারা এসে পুরো লাইন মেরামত করবে। এখনও ক্ষয়ক্ষতির সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি।”
পল্লী বিদ্যুৎ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও উপজেলার সুষুণ্ডা এলাকায় ঝড়ে গাছ পড়ে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে।
স্থানীয় সংবাদকর্মী হাসিবুল ইসলাম সজিব বলেন, “আমি শহরে থাকি। আমার বাড়ি বরুড়ার আদ্রা ইউনিয়নের পেরপেটি এলাকায়। সকাল ৮টা থেকে বাড়িতে মোবাইল ফোনে কল দিয়েও কাউকে পাচ্ছি না। অন্যদের কাছে কল করে জানতে পারলাম, মধ্যরাত থেকে এলাকায় বিদ্যুৎ নেই। কেউ মোবাইলে চার্জ করতে পারে নাই।”
কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, বরুড়ায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে সংযোগ চালু করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।