Published : 04 Jun 2025, 08:37 PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি চলন্ত পিকআপে আগুনের ঘটনা ঘটেছে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বুধবার বিকাল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কালিয়াকৈর স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান।
ফায়ার সার্ভিস জানায়, পিকআপটি রংপুর থেকে গরু নিয়ে ঢাকায় গিয়েছিল। গরু নামিয়ে দিয়ে যাত্রী নিয়ে ফের রংপুরে যাচ্ছিল। চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় যানজটে আটকা পড়ে গাড়িটি। এ সময় হঠাৎ ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। যাত্রী, ট্রাকের চালক ও চালকের সহকারী দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় প্রাণে বেঁচে যান।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, “ধারণা করা হচ্ছে, যানজটের সময় পিকআপটি যেখানে দাঁড়িয়েছিল তার নিচে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরেছে।”