Published : 24 May 2025, 04:51 PM
চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে এবং মিয়ানমারের রাখাইনের জন্য করিডর দেওয়ার ‘পাঁয়তারার’ প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ কর্মসূচি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।
শনিবার দুপুরে নেত্রকোণা শহরে এই কর্মসূচি হয়। শহরের কালিবাড়ী রোডের পার্টি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে মানববন্ধন ও সমাবেশ করে।
এতে বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকার, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সহসাধারণ সম্পাদক কোহিনূর বেগম।
মোস্তাক আহমেদ বলেন, “মানবিকতার নামে করিডর আর চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা করছে সরকার। এই দেশকে সাম্রাজ্যবাদের হাতে তুলে দেওয়ার কোনো ধরনের ষড়যন্ত্র এ দেশের মানুষ মেনে নেবে না। সাম্রাজ্যবাদের এই নীল-নকশা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করা হবে।”
কর্মসূচিতে যুব ইউনিয়ন, ক্ষেতমজুর সমিতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরাও অংশ নেন।