Published : 26 Nov 2024, 12:30 PM
নাটোরের লালপুর উপজেলায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর দুই চালকের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার পাবনা-নাটোর মহাসড়কের কদিমচিলান বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান।
নিহতরা হলেন- বড়াইগ্রামের ধানাইদহ এলাকার এসার উদ্দিনের ছেলে ভ্যানচালক আলফু থান্দার (৬০) ও বাগেরহাটের কচুয়া এলাকার বাসিন্দা ট্রাক চালক মোস্তাকিন আহমেদ (২৪)।
স্থানীয়দের বরাতে ওসি ইসমাইল বলেন, “পাবনা থেকে নাটোরগামী সুপারি বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হন।
“পরে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় ট্রাকের চালক ও তার সহযোগীকে উদ্ধার করে বড়াইগ্রামের বনপাড়ার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ট্রাক চালক মারা যান।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা জানান।