Published : 16 May 2025, 04:04 PM
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় গলায় লিচুর বিচি আটকে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার চরলক্ষ্মী গ্রামের অজুদ্দিন হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মাসুদ জাহান।
মৃত মায়েশা আক্তার ওই বাড়ির নির্মাণ শ্রমিক এনাম হোসেনের মেয়ে।
মায়েশার প্রতিবেশী শিহাব বলেন, রাত সাড়ে ৯টার দিকে এনাম পরিবারের জন্য রামগতি বাজার থেকে লিচু ক্রয় করে বাড়িতে যান। পরে মায়েশাসহ পরিবারের সদস্যরা লিচু খাচ্ছিল। এ সময় মায়েশার গলায় লিচুর বিচি আটকে যায়।
চেষ্টা করেও বিচিটি বের করতে না পেরে তাকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
চিকিৎসক মাসুদ জাহান বলেন, “শিশুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। শ্বাসনালিতে বিচি আটকে যাওয়ায় হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।”
শুক্রবার সকালে চরলক্ষ্মী গ্রামের পারিবারিক কবরস্থানে মায়েশাকে দাফন করা হয়েছে বলে জানান স্বজনরা।
ঘটনাটি শোনার কথা জানিয়ে রামগতি থানার ওসি কবির হোসেন বলেন, এতে কারো কোনো অভিযোগ নেই। শিশুটির লাশ দাফন করেছে পরিবার।