Published : 18 Jun 2025, 06:16 PM
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর বগুড়া জেলার এক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
জাসদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল লতিফ পশারী ববি বুধবার দুপুরে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবীরের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
বিচারক শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে ববিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন।
২০২৪ সালের ৪ অগাস্ট বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা, মারধর ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে মামলা হয়। সেই মামলায় আসামি করা হয় জাসদ নেতাকে।
জাসদ (ইনু) জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, “আব্দুল লতিফ পশারী ববিকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।”