Published : 12 Jun 2025, 06:00 PM
ব্রাহ্মণবাড়িয়া ও ফরিদপুরে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর পশ্চিমপাড়ায় এবং ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সীমান্ত ঘেঁষা সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ায় নিহতরা হল- বিহাইর পশ্চিমপাড়া গ্রামের মো. কাউসার মিয়ার সাড়ে তিন বছরের মেয়ে মরিয়ম আক্তার এবং সদর উপজেলার ধানসার গ্রামের শাহেদ মিয়ার আড়াই বছরের মেয়ে সাহিদা আক্তার। সাহিদা তার নানার বাড়ি বিহাইর বেড়াতে এসেছিল।
অপরদিকে ফরিদপুরে নিহতরা হল- মধুখালী উপজেলার নলিয়া জামালপুর বাজার সংলগ্ন নওপাড়া গ্রামের মুদি দোকানদার সুমন শেখের দুই সন্তান তানহা (৭) ও আবু তালহা (৫)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল মরিয়ম ও সাহিদা। কোনো এক সময় তারা নিখোঁজ হয়। পরিবার অনেক খোঁজাখুঁজি করে। পরে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মোজাফফর।
ফরিদপুরের বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঈদের দুই দিন পর মা মিতা বেগমের সঙ্গে নানাবাড়ী বাহিদদিয়ায় বেড়াতে আসে তানহা ও তালহা। এক সময় গোসলে দিয়ে দুই বোন নিখোঁজ হয়। পরে তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকিলা আজাদ বলেন, শিশু দুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।