Published : 14 Jun 2025, 06:35 PM
রাঙামাটির কাউখালী উপজেলায় নারী সমাবেশে অংশ নেওয়া অতিথিদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে সোমবার কাউখালী বাজার বর্জনের ডাক দিয়েছে ইউপিডিএফের সহযোগী চার সংগঠন।
শনিবার হিল উইমেন্স ফেডারেশন কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক একা চাকমা সংবাদমাধ্যমে পাঠানোর এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ডাক দেন।
কর্মসূচির ডাক দেওয়া ইউপিডিএফের সহযোগী চার সংগঠন হলো- হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ), গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জুন কল্পনা চাকমা অপহরণ দিবস উপলক্ষে কাউখালীতে নারী সমাবেশের আয়োজন করে হিল উইমেন্স ফেডারেশন। এতে বক্তব্য দেন ইউল্যাবের শিক্ষক অলিউর সান, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা এবং অ্যাক্টিভিস্ট ও অধিকার কর্মী মারজিয়া প্রভা। সমাবেশ শেষে ঢাকার উদ্দেশে চট্টগ্রামে যাওয়ার পথে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার বিকালে ইউপিডিএফের সহযোগী চার সংগঠন কাউখালীর ডাবুয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ ছাড়া সমাবেশে থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার একদিনের জন্য কাউখালী বাজার বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।