Published : 01 Jan 2025, 09:42 PM
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয়কে আটক করেছে বিজিবি।
গোয়াইনঘাট সীমান্তের দমদমা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান।
আটকরা হলেন- শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিংক এলাকার মৃত কয়াইতের ছেলে ব্রোমিং স্টার (৩২) এবং একই জেলার বার্মন টিলা এলাকার মৃত গোমারুর ছেলে লোকাস (৫৫)।
বুধবার সন্ধ্যায় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “আটক দুজনকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।”
দেড় কোটি টাকার চোরাই পণ্য আটক
এদিকে বুধবার অপর এক অভিযানে বিজিবি প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য আটক করেছে।
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, উৎমা, শ্রীপুর, কালাসাদেক এবং বিছনাকান্দিতে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয় বলে বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়ন জানায়।
সীমান্তরক্ষা বাহিনী জানায়, ভারতীয় শাড়ী, প্রসাধন সামগ্রী, খাদ্যদ্রব্য, চিনি, স্কুটার এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের জন্য রসুন ও পরিবহনে ব্যবহৃত ট্রাক্টর আটক করা হয়েছে। এসবের আনুমানিক মূল্য এক কোটি ৪৩ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা।
বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বিধি মোতাবেক আটক মালামালের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।