Published : 17 Jun 2025, 10:10 AM
দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ির ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি খন্দকার মহিব্বুল ইসলাম।
নিহতরা হলেন- দিনাজপুরের কাহারোল উপজেলার জগন্নাথপুর গ্রামের সাজু ইসলাম ও একই এলাকার মোতালেব হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, সকালে ফুলবাড়ী অভিমুখী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন এবং অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করলেও এর চালক ও হেল্পার পালিয়ে যায়।