Published : 18 Jun 2025, 09:43 PM
সিলেটের দক্ষিণ সুরমা ও জকিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার বিকাল ৪টার দিকে জকিগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন।
জকিগঞ্জ-সিলেট সড়কে উপজেলার কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান।
নিহত চালক শাহাবুদ্দিন সাবু (৪৮) উপজেলার বারঠাকুরী ইউপির লাড়িগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, উপজেলার সোনাসার কমিউনিটি সেন্টার থেকে বর-কনে বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছেন।
এ সময় আরও তিনজন আহত হয়েছেন; তাদের ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজারের শ্রীরামপুর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-ছেলে নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন- দক্ষিণ সুরমা সিলাম আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী ঝর্ণা বেগম (৩৫) এবং তার ছেলে সিয়াম আহমদ (১১)।
মোগলাবাজার থানার ওসি ফয়সাল আহমদ বলেন, নিহত দুজনের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।