Published : 15 Jun 2025, 09:26 PM
বান্দরবানের আলীকদমে দুর্গম এলাকায় ভ্রমণে গিয়ে দুই পর্যটকের মৃত্যু এবং একজন নিখোঁজের ঘটনায় গ্রেপ্তার ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টির জামিন হয়েছে।
গ্রেপ্তারের একদিন পর রোবার দুপুরে বান্দরবানের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক এ এস এম এমরান বর্ষার জামিন মঞ্জুর করেন বলে জানান আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. কামরুল আলম।
মামলার বরাতে পুলিশ জানায়, বর্ষা ইসলাম ৮ জুন রাতে ৩৩ সদস্যের একটি দল নিয়ে পাহাড়ের উদ্দেশে রওনা দেন। ১০ জুন বর্ষা ইসলাম ১২ জন পর্যটক ও একজন স্থানীয় গাইডসহ আন্ধারমানিক ট্রেইলের দিকে অগ্রসর হন।
অপরদিকে স্মৃতি আক্তারসহ ২০ জনকে পাহাড় সম্পর্কে অনভিজ্ঞ এক ব্যক্তির তত্ত্বাবধানে আলীকদমে ফেরত পাঠানো হয়।
১১ জুন বিকালে শামুক ঝর্ণা এলাকায় হঠাৎ পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরে ১২ ও ১৩ জুন দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। তবে হাসান চৌধুরী শুভ এখনও নিখোঁজ।
এ ঘটনায় শনিবার সকালে নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমান ট্যুর গ্রুপ পরিচালনাকারী বর্ষা ইসলামকে আসামি করে আলীকদম থানায় মামলা করেন। তারপরই তাকে সেনাবাহিনীর সহায়তায় আলীকদম থেকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
আলীকদমে ভেসে যাওয়া আরেক পর্যটকের মরদেহ তৈন খাল থেকে উদ্ধার
আলীকদমে নদীর তীর থেকে পর্যটকের লাশ উদ্ধার, 'দুজন নিখোঁজ'
আলীকদমে পর্যটকদের মৃত্যু: 'ট্যুর এক্সপার্ট' অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার