Published : 25 May 2025, 10:20 AM
মানিকগঞ্জের হরিরামপুরে ডোবায় ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান জানিয়েছেন।
মারা যাওয়া শিশু সাফায়াত হোসেন ওই গ্রামের শরিফ হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মুমিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টিতে বাড়ির পাশে ডোবায় হাঁটু পানি জমেছিল। শনিবার সেখানে শিশুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা।
দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের লোকজনসহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা আরিফ হোসেন বলেন, এক সপ্তাহ আগে মোটরসাইকেলের ধাক্কায় তার বোনজামাই মারা যান। আর শনিবার তার আদরের ভাতিজা বাড়ির পাশের ডোবায় ডুবে প্রাণ হারালো। দুই মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।