Published : 09 Oct 2024, 09:18 PM
বাংলাদেশে বসবাসকারী মানুষদের মধ্যে ধর্মীয় কোনো ভেদাভেদ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
তিনি বলেছেন, “আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ নেই, ছিল না এবং ভবিষ্যতেও ভেদাভেদ করব না। হিন্দুদের ধর্মীয় উৎসবে সবাই যেভাবে যোগ দেন; মুসলিমদের ঈদের উৎসবেও একইভাবে সকলে অংশগ্রহণ করেন।”
বুধবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন৷
বিএনপি নেতা বলেন, “মানুষের সবচেয়ে বড় পরিচয় মানুষ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চন্ডিদাসের এই ভাষ্যকে আমরা অনুসরণ করি।”
পরিদর্শনকালে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে অনুদান দেন মঈন খান।
এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের নেতা ও মন্দির কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।