Published : 30 May 2025, 04:06 PM
ঝিনাইদহে ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এক বাংলাদেশির মৃত্যু হয়েছে; যিনি মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে আহত হয়েছিলেন বলে স্থানীয় এক জনপ্রতিনিধি জানিয়েছেন।
নিহত ওই ব্যক্তির নাম নাসির উদ্দিন (৪০)। তিনি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামের লুৎফর লুৎফর রহমান ওরফে লতাফুলের ছেলে।
শুক্রবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম জানিয়েছেন।
স্থানীয়দের বরাতে শহিদুল বলছেন, “গত ১৭ মে রাতে কয়েকজন মিলে ভারতে গরু আনতে ভারতে যায়। তারা সীমান্ত পেরিয়ে ভারতীয় এলাকায় প্রবেশ করে। এ সময় ভারতের পাখিউড়া ক্যাম্পের কলা বাগানের ভেতরে বিএসএফ সদস্যরা লুকিয়ে ছিল। এক পর্যায়ে বিএফএস সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নাসির উদ্দিন, সোহাগ ও রিপন আহত হয়।
“তারা পালিয়ে এসে গোপনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল। সোহাগ ও রিপন সুস্থ হয়ে ফিরে আসলেও রাতে নাসিরের মৃত্যু হয়।”
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “আমরা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নাসির উদ্দিনের লাশ তার বাসা থেকে উদ্ধার করে ঝিনাইদগহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। স্থানীয়রা দাবি করেছে, তিনি সীমান্তে গুলিতে আহত হয়েছিলেন। তাই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য নাসিরের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
তবে তিনি বিএসএফের গুলিতে আহত হয়েছিলেন কি-না এ বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।
বিজিবির মহেশপুর -৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফট্যানান্ট কর্নেল রফিকুল আলম বলেন, গত ১৭ তারিখে সীমান্তে একটি ঘটনা ঘটেছিল। কিন্তু এ বিষয়ে কেউ তাদের কাছে অভিযোগ করেনি।