Published : 01 Jun 2025, 05:36 PM
বরিশালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা করার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিবসহ ২৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার গণঅধিকার পরিষদের বরিশাল মহানগর কমিটির জেষ্ঠ্য সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর বাদী হয়ে থানায় মামলাটি করেছেন বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান।
মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নু, সাইদুল ইসলাম ট্যাপা, রুহুল আমিন, রত্মা আমিন, হাফিজ আহম্মেদ, ব্যারিস্টার আমিনুল ইসলাম মাহমুদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুতউদ্দীন চৌধুরী, একেএম সেলিম ওসমান, আশরাফুজ্জামান আশু, মোস্তাফিজুর রহমানসহ ৩০ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা আড়াইশজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী শফিকুল ইসলাম সাগর বলেন, শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে ছাত্র অধিকার পরিষদ হেল্প ডেস্ক খুলেছিল। বিকালে ছাত্রঅধিকার পরিষদসহ বিভিন্ন নেতৃবৃন্দ নগরীর ফকিরবাড়ী রোডের মুখে চা পান করছিলেন।
এ সময় জাতীয় পার্টি জেলা ও মহানগর কার্যালয় থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলে প্রধান উপদেষ্টাসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের কুটোক্তিমূলক এবং সরকারের সমলোচনা করে বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করে।
তখন জাতীয় পার্টির নেতাকর্মীদের বিনয়ের সঙ্গে সরকারবিরোধী স্লোগান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ- ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে রামদা, দা, চাপাতি, পিস্তল, লোহার রড, বাঁশ, ইট নিয়ে হত্যার উদ্দেশ্যে তাদের ওপর অতর্কিত হামলা ও গুলি করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলায় বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজী, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মিরাজুল ইসলাম, বরিশাল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কে. এম মাইনুলসহ আরো ১৫-২০ নেতাকর্মী গুরুতর আহত হয়। এছাড়াও আরও অনেকের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুলিশের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে এজাহোরে উল্লেখ করেন বাদী।
ওসি মিজানুর রহমান বলেন, শনিবার জাতীয় পার্টির একটি বিক্ষোভ মিছিলে গণ্ডগোল হয়। এ ঘটনায় শফিকুল ইসলাম সাগর বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শনিবার রাতে বরিশাল নগরীতে জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর হয়েছে।
রাত সাড়ে ৮টার দিকে সেখানে ভাঙচুর হওয়ার কথা জানিয়েছেন বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল।
তিনি বলেন, কিছু লোক লাঠিসোঁটা নিয়ে এসে দলীয় কার্যালয় ভাঙচুর করেন। এর আগে বিকালে বিক্ষোভ মিছিলে হামলা হয়।
হামলায় তিনি নিজেসহ দলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান মহসিন উল ইসলাম হাবুল। এছাড়া দুটি ঘটনায় মামলা করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
আগের সংবাদ
বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর
বরিশালে জাতীয় পার্টির মিছিলে হামলা, পুলিশ বলছে দুপক্ষের মারামারি
রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা, বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে অভিযোগ