Published : 16 Jun 2025, 08:13 PM
সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে মামলার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন দেলু, গোয়াইনঘাট উপজেলা শ্রমিকদলের সহসভাপতি শাহজাহান এবং উপজেলার ছৈলা গ্রামের ফারুক মিয়া।
ওসি সোমবার সন্ধ্যায় বলেন, “আসামি দেলোয়ার ও শাহজাহানকে সিলেট থেকে এবং ফারুক মিয়াকে গোয়াইঘাটের জাফলং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।”
সরকারি কাজে বাধা, গাড়ি আটকিয়ে সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নয়জনের নাম দিয়ে এবং অজ্ঞাত আরও দেড়শ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে।
এই মামলায় প্রধান আসামি করা হয়েছে গোয়াইনঘাট উপজেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, স্থানীয় বাসিন্দা সুহেল আহমদ, ওমর ফারুক, সুমন শিকদার, দেলোয়ার হোসেন দুলু, আব্দুস শুক্কুর, আব্দুস সালাম, আব্দুল জলিল।
শনিবার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয়দের বিক্ষোভ ও বাধার মুখে পড়েন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ছবি ও ভিডিওতে উপদেষ্টাদের গাড়ি আটকে যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের কয়েকজন স্থানীয় নেতাকে বিক্ষোভ করতে দেখা যায়।
এ ঘটনার পর রোববার গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে দল থেকে বহিষ্কার করা হয়। একই ঘটনায় পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হয়েছে।