Published : 14 Jun 2025, 09:36 PM
ভারত যাওয়ার সময় পিরোজপুরের এক যুবলীগ নেতাকে বিমানবন্দরে গ্রেপ্তার করেছে পুলিশ।
পিরোজপুর পৌর যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন সোহেলের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।
শুক্রবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান।
নাজিমুদ্দিন সোহেল (৪৫) পিরোজপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের শেখ পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।