Published : 02 Jun 2025, 12:45 PM
বগুড়া শহরে সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার গভীর রাত ২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত টানা সাত ঘণ্টা শহরের রেলওয়ে কলোনি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে ক্যাপ্টেন জানে আলম সাদিফ জানান।
তিনি বলেন, সেনাবাহিনী এলাকার অন্তত ৫০টি বাড়ি ঘিরে তল্লাশি চালায়।
এ সময় একটি তাজা বুলেট, এক হাজার বোতল বাংলা মদ, দুই কেজি গাঁজা, ২৫টি দেশীয় অস্ত্র, ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ। অভিযানে সেনাবাহিনীর ৫০ সদস্য অংশ নেন।
ক্যাপ্টেন জানে আলম সাদিফ বলেন, এ ঘটনায় মামলা দিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।