Published : 14 Jun 2025, 01:42 AM
পদ্মা সেতুতে ‘ট্রাকের ধাক্কায়’ যাত্রীবাহী বাসের এক যাত্রীর মৃত্যু হয়েছে; আহত হয়ে প্রায় ১৩ জন।
শুক্রবার রাত ১১টার দিকে মাওয়া প্রান্তে ঢাকামুখী অ্যাপ্রোচে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পদ্মা সেতুর ঢাকামুখী লেন বন্ধ হয়ে যায়। এতে সেতুতে তৈরি হয় দীর্ঘ যানজট।
দুর্ঘটনায় ট্রাকে থাকে মবিল সেতুতে ছড়িয়ে পরে। রাত ১২টায় এ প্রতিবেদন লেখার সময় মবিল পরিস্কারের কাজ চলছিল। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরানোর কাজও করছিলেন উদ্ধারকর্মীরা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, ইমাদ পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। পেছন থেকে একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়।