Published : 10 Jun 2025, 09:56 PM
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পৌর এলাকার নামোরাজরামপুর পিয়ার বিশ্বাসের ঘাটের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আরিফুর রহমান জানান।
স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তা উদ্ধার করে।
নিহত ব্যক্তি ষাটোর্ধ্ব হবেন। গায়ে কোনো কাপড় ছিল না। বুকে সামান্য আঘাতের চিহ্ন আছে।
এসআই আরিফুর বলেন, মরদেহ জেলা হাসপাতাল মর্গে রয়েছে। মরদেহ শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে সিআইডি ও ক্রাইম সিন ইউনিট কাজ শুরু করেছে।