Published : 17 Jun 2025, 03:18 PM
হবিগঞ্জের মাধবপুরে ৯ বছরের শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় শিশুটি কুপিয়ে ফাঁকা মাঠে ফেলে রাখা হয়েছিল, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন উপজেলার ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশিষ কুমার দে।
নিহত সুমাইয়া ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের বেনু মিয়ার মেয়ে।
এসআই আশিষ কুমার দে বলেন, সোমবার সন্ধ্যায় শিশু সুমাইয়াকে কুপিয়ে এক্তিয়ারপুর গ্রামের ফাঁকা মাঠে ফেলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়।
তবে শিশুটির অবস্থা সংকটাপন্ন দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। কিন্তু ঢাকা যাওয়ার পথে রাত ১টার দিকে সুমাইয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পরে সকালে ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই আশিষ আরও বলেন, সুমাইয়ার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। কারা-কেন তাকে মেরেছে তা এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে অপরাধীদের ধরতে কাজ করছে।