Published : 16 Jun 2025, 08:56 PM
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনার একদিন পর সিলেটের ৩৫টি পাথর ভাঙার ক্র্যাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন।
সোমবার সিলেট কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুল ও জৈন্তাপুর উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।
সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেন জ্যেষ্ঠ সহকারী কমিশনার মেরিনা দেবনাথ।
তিনি বলেন, অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতিতে ৩০টি পাথর ক্র্যাশার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে আরও ২৬টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে।
অপরদিকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি অবৈধ স্থাপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় বলে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী জানান।
তিনি বলেন, লক্ষ্মীপুর প্রথম খণ্ড এলাকার একটি বাইব্রেটর মেশিন (বালু ওয়াশিং), আসামপাড়ার আম্মাজান স্টোন ক্র্যাশার, মুনতাহা স্টোন ক্র্যাশার এবং ৪ নম্বর বাংলাবাজার এলাকার জালালী স্টোন ক্র্যাশারের দুটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
“অভিযানে এসব প্রতিষ্ঠানে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয় এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক ট্রাক চালককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।”
জৈন্তাপুরে অভিযানে সহায়তা করেন পিডিবির আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, জৈন্তাপুর উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্যরা।