Published : 16 Jun 2025, 01:24 PM
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। যাকে কুমিল্লার চিহ্নিত ‘সন্ত্রাসী’ রেজাউলের সহযোগী বলছে র্যাব।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি ম্যাগাজিন, দুটি পাইপগান, ছয়টি কার্তুজ, তিনটি হাতবোমা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার রাতে কোতোয়ালি মডেল থানার কার্তিকপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান কুমিল্লা র্যাব-১১ এর উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
আটক আবু ওবায়েদ শিমুল (৩৩) ওই গ্রামের প্রয়াত আব্দুল ওহাবের ছেলে।
সোমবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমুল জানান, তিনি দীর্ঘদিন ধরে ‘সন্ত্রাসী’ রেজাউলের সহযোগী হিসেবে কাজ করে আসছেন। তিনি নিজ এলাকাসহ কুমিল্লার বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তার ও বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিলেন।”
র্যাব জানায়, সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসেবে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে শিমুল আটক করেছে। এ সময় শিমুলের এক সহযোগী পালিয়ে যান। শিমুল ও তার সহযোগীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
যৌথ বাহিনীর বিবৃতি থেকে জানা গেছে, শিমুল কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের অবৈধ অস্ত্র সরবরাহকারী রেজাউলের সহযোগী হিসেবে কাজ করতেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, শিমুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।