Published : 22 Mar 2023, 07:50 PM
সিলেটের লাক্কাতুরা গ্যাসক্ষেত্রে ফায়ার ফ্লো বা অগ্নি-প্রজ্জ্বলন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরন।
এ কারণে সিলেটের আকাশে আগুনের লাল শিখা দেখা যেতে পারে; এতে কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ‘শেভরন বাংলাদেশ ও জালালাবাদ ফিল্ড’ কর্তৃপক্ষ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেভরন বাংলাদেশের ফিল্ড করপোরেট অ্যাফেয়ার্স ব্যবস্থাপক ইমাম হাসান বলেন, গ্যাস কূপ রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এই অগ্নি-প্রজ্জ্বলন করা হবে।
“গ্যাস ফিল্ড রক্ষণাবেক্ষণের সময় শব্দ ও কূপে আগুনের শিখা কিছুটা ঊর্ধ্বমুখী থাকতে পারে। এতে অনেকে অনেক সময় আতঙ্কিত হয়ে পড়েন। এ কাজ এক সপ্তাহ থেকে ১০ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।”
গ্যাস কূপ সংলগ্ন এলাকার জনগণ ও পরিবেশ নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আতঙ্কিত না হয়ে কর্ম এলাকার আশপাশে জনসমাগম পরিহার করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে ২০২১ সালে শেভরনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য কূপে আগুনের শিখা দেখা দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সময় আগুন লাগার গুজব ছড়িয়ে পড়েছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।