Published : 30 Jun 2024, 01:04 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
শনিবার মধ্যরাতে উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদীর হাড়িয়াখালী সীমান্ত থেকে এসব মাদক উদ্ধার করা হয় বলে জানান বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে নাফ নদী পার হয়ে ছোট একটি বস্তা সঙ্গে নিয়ে তিনজনকে আসতে দেখেন বিজিবির সদস্যরা।
থামার নির্দেশ দিলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি করে একটি ছোট বস্তায় দুই কেজি ১১৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও দা পাওয়া যায়।
উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।