Published : 17 Jun 2025, 07:29 PM
সিলেট সদর উপজেলায় পাথর ভাঙার অবৈধ ক্র্যাশার মেশিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।
মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনুর রুবাইয়াতের নেতৃত্বে টাস্কফোর্স উপজেলার ধোপাগুল এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
ইউএনও খোশনুর বলেন, অভিযানে ৩৩টি ক্র্যাশার মেশিনের বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন ও জব্দ করা হয়েছে।
অভিযানে সাদাপাথর এলাকা থেকে লুট হওয়া পাথর ভাঙতে দেখা গেছে জানিয়ে তিনি বলেন, “পাথর ভাঙার ক্র্যাশার মেশিনগুলোর কেনো বৈধ কাগজপত্র ছিল না। এমনকি বিদ্যুৎ সংযোগও অবৈধ ছিল। তারা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছিলেন।”
এর আগে সোমবার একই এলাকায় ৩০টি ও জৈন্তাপুর এলাকায় পাঁচটি অবৈধ স্টোন ক্র্যাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় জেলা প্রশাসন।
অভিযানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার দুপুরে পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শনে গিয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান পাথর ভাঙার ক্র্যাশার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিলেন।