Published : 18 Jun 2025, 01:35 PM
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।
বুধবার সকাল ৭টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কে উপজেলার কামারপুকুর বাজার সংলগ্ন পতিরাম ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।
নিহতরা হলেন- উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ বুদারু মামুদের ছেলে মাসুদ রানা (২৮) এবং একই ইউনিয়নের কুঞ্জিপুকুর গ্রামের প্রয়াত আব্দুল গফুরের ছেলে নুর ইসলাম (৫৫)। তারা ইট ভাটার শ্রমিক ছিলেন।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী ও তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়। ঘটনার পরপর বাসটি আটক করা হলেও চালক ও তার সহযোগী এবং সুপরাভাইজার পালিয়ে গেছে।
আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে দুজনের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।