Published : 06 Jun 2025, 02:10 PM
ঈদকে কেন্দ্র করে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীদের চাপ বেড়েছে। ফেরির জন্য ঘাট এলাকায় অপেক্ষায় রয়েছে গাড়ি ও ঘরমুখো মানুষ।
বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সালাম বলেন, পাটুরিয়া ঘাটে শুক্রবার সকাল থেকে ঈদের যানবাহন ও যাত্রীদের চাপ রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নয়টি বড়, তিনটি মাঝারি ও পাঁচটি ছোট ফেরি চলাচল করছে।
কতগুলো গাড়ি ঘাটে আটকে রয়েছে জানতে চাইলে তিনি বলেন, “একশোর কম হবে। তবে আমাদের ফেরি সবগুলো চলছে। যতটুকু চাপ রয়েছে তা দ্রুই স্বাভাবিক হয়ে যাবে আশা করছি।”
শুক্রবার ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কর্মজীবী শত শত মানুষ ফেরি ও লঞ্চে নদী পারাপার হয়ে নিজ নিজ গন্তব্যের দিকে যাচ্ছেন। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন রোধে নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহন এই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ হয়ে চলাচল করে। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ কমে এসেছে। তবে ঈদের সময় যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়ে যায়।
ঘাট এলাকায় রাজবাড়ীর যাত্রী সোহেল হোসেন বলেন, “আশুলিয়া থেকে লোকাল গাড়িতে করে আসছি। রাস্তায় গাড়ি থেমে থেমে চলেছে। আর ঘাটে এসে দেখি যানজট। ফেরি দেরি হবে আসতে। তাই লঞ্চে পার হব।”
মেহেরপুরের যাত্রী সালমান হোসেন বলেন, “গাজীপুর থেকে আসছি। গাড়ি অনেক থেমে থেমে চলেছে। ঘাট এলাকায় দেখি ফেরি ওইপাড় রয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে বসে আছি।”
দৌলতদিয়ামুখী ট্রাকের চালক আবদুল খালেক বলেন, “পদ্মা সেতু হওয়ার আগে ঘাটে যে কষ্ট হতো আজকে সেই অবস্থা। প্রায় দুই কিলোমিটার এলাকায় গাড়ি পাড়ের অপেক্ষায় রয়েছে।”