Published : 30 Mar 2025, 04:50 PM
লক্ষ্মীপুরের কমলনগরে বেশি দামে গরুর মাংস বিক্রিসহ মূল্য তালিকা না থাকায় সাত বিক্রেতাকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার হাজিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয় বলে কমলনগরের ইউএনও রাহাত উজ-জামান জানান।
এর আগে মাংস কিনতে গিয়ে বেশি দামের মুখে স্থানীয়দের করা প্রতিবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
হঠাৎ মাংসের দাম বাড়ানোর খবরে ইউএনও বাজারে অভিযান চালান।
তখন মাংস বিক্রেতাদের মধ্যে জয়নাল আবেদিনকে ৫ হাজার টাকা, মো. জসিম ও বেলায়েত হোসেনকে ৩ হাজার টাকা করে, আমির হোসেন ও মো. ইদ্রিসের ১ হাজার করে, মো. জহির ও মাইন উদ্দিনকে ২ হাজার টাকা করে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও রাহাত উজ-জামান বলেন, “রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমরা নিয়মিত বাজার মনিটরিং করে যাচ্ছি।”