Published : 02 Jun 2025, 12:59 PM
লক্ষ্মীপুরের রায়পুর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আরমান হোসেন ভুঁইয়া লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি। তিনি লক্ষ্মীপুর পৌরসভা ১২ নম্বর ওয়ার্ডের ভুঁইয়া বাড়ির বাসিন্দা।
রোববার গভীর রাতে থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া জানান।
তিনি জানান, তাকে সদর থানায় করা চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার বরাতে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ অগাস্ট শহরের মাদাম ও তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতা মিছিল বের করেন। মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এ সময় আফনান রাফিসহ চার শিক্ষার্থী নিহত হন।
এ ঘটনায় ৬ অগাস্ট আফনান রাফির মা সদর থানায় একটি হত্যা মামলা করেন।