Published : 08 Dec 2024, 06:59 PM
বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
তিনি বলেছেন, “বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না। যার প্রমাণ শিক্ষার্থীরা ৫ অগাস্টে দিয়েছে।”
“১৫ বছর সিলেবাস তৈরি করে বই ছাপিয়ে যে শিক্ষা দেওয়া হয়েছে, সেটি কাজে লাগেনি। ৫ অগাস্ট সব শিক্ষা উল্টে গেছে। শিক্ষার্থীরা নতুন করে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এনেছে।”
রোববার বিকালে নরসিংদীর পলাশে আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদীর কারাগারে হামলার কথা উল্লেখ করে বিএনপি নেতা বলেন, “পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লবে কারাগার ভাঙার যে তাৎপর্য রয়েছে, নরসিংদীর ছাত্র-শিক্ষার্থীরা সেদিন কারাগার ভেঙে সেটার প্রমাণ দিয়েছে। ফরাসিদের মতন কারাগারে ভেঙে সেদিন বাংলার ছাত্র-জনতা পুনরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে।”
আব্দুল মঈন খান বলেন, “২০২৪ সালের ৫ অগাস্ট ছাড়াও এর আগে ছাত্র-জনতা দেশের পাশে থেকেছে। জাতির প্রয়োজনে ছাত্র-জনতা রাজপথে নামে বারবার, ভবিষ্যতেও দেশের প্রয়োজনে ছাত্র-জনতা রাজপথে নামবে।
“তবে, তাদের মূল কাজ ভুলে গেলে চলবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরতে হবে। জাতির প্রয়োজনে যেভাবে রাজপথে নেমেছে সেই প্রয়োজনেই ক্লাসরুমে ফিরতে হবে তাদের।”
এ সময় তিনি বাংলাদেশের সঠিক ইতিহাস পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমীর হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় শিক্ষানুরাগী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।