Published : 13 Jun 2025, 10:13 PM
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আর নেই।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জজ আদালতের সাবেক পিপি মো. বেলাল হোসেন।
এ ছাড়া রাত ৮টার দিকে জেলা শহরের একাধিক ব্যক্তির ফেইসবুকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
পরে রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগর তার ভেরিফাইড ফেইসবুক পেইজে জোয়ার্দ্দার ছেলুনের মৃত্যুর খবর পোস্ট করেন।
গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জোয়ার্দ্দার স্বপরিবারে আত্মগোপনে চলে যান। সেই সময় তার বাড়িঘর ভাঙচুর করা হয়। আত্মগোপনে চলে যাওয়ার পর থেকে তিনি কোথায় ছিলেন তা কেউ বলতে পারেনি।
বেশ কয়েক বছর ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ৭৯ বছর বয়সি এই বীর মুক্তিযোদ্ধা। একাধিকবার তিনি ভারতে ও ব্যাংককে চিকিৎসাও নিয়েছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন।
জোয়ার্দ্দার ছেলুন দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় পর্যন্ত তিনি সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি মুক্তিযুদ্ধের সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন।