Published : 19 Jun 2025, 03:35 PM
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা দিয়ে নতুন করে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বৃহস্পতিবার ভোরে সীমান্তবর্তী তানাক্কাপাড়া দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়াদের মধ্যে নারী ও শিশু রয়েছে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম।
মনজুর আলম বলেন, “পুশইন হওয়া ব্যক্তিরা ভারতের মহারাষ্ট্রের থানে জেলার ওয়াশী গ্রামের বাসিন্দা। তার সেখান ইটভাটা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
“বর্তমানে তারা স্থানীয় একটি স্কুলে অবস্থান করছেন এবং বিজিবির তত্ত্বাবধানে রয়েছেন।”
চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের পুশইন করা শুরু করে ভারত।
খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৪৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।