Published : 05 Jun 2025, 03:06 PM
রংপুরের বিভিন্ন এলাকায় ঈদুল আজহার নামাজের প্রস্তুতি শুরু হয়েছে। এর মধ্যে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এতে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন।
ঈদের দিন আবহাওয়া খারাপ হলে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত হবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এবং সেখানে দ্বিতীয় জামাত হবে ৯টায়।
এবার জেলার পাঁচ হাজার ৯০টি মসজিদ সংলগ্ন এলাকার ঈদগাহ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে জেলা শহরের মুন্সিপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, হযরত মাওলানা কেরামত আলী (রহ.) মাজার সংলগ্ন কেরামতিয়া মসজিদে সকাল সাড়ে ৯টায়, মণ্ডলপাড়া বড় ঈদগাহ ও দামোদরপুর বড় ময়দানে সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহে সকাল সাড়ে ৮টায় এবং ধাপ স্টাফ কোয়াটার জামে মসজিদ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জেলা শহরের বাইরে মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, বদরগঞ্জ চান্দামাড়ি কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায়, পীরগাছার জে এন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ এবং বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া গঙ্গাচড়ার পাইকান বড় জুম্মা মসজিদ মাঠ এবং বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের জামাত আদায়ের লক্ষে ঈদগাহ মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজ-সজ্জার কাজ চলছে। অন্যদিকে নামাজ সুষ্ঠুভাবে আদায় করতে আইনশৃঙ্খলাসহ সব বিষয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, রংপুরের কালেক্টরেট ঈদগাহে পুরো মাঠেই শামিয়ানা টাঙ্গানোর কাজ চলছে। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। মাঠের প্রধান গেইটসহ মোট তিনটি গেইটে তোরণ নির্মাণের কাজ শেষ হয়েছে। এ ছাড়া নগরী ও জেলার বিভিন্ন প্রধান প্রধান ঈদগাহে জামাতের প্রস্তুতি চলছে জোরেসোরে।
রংপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মিজানুর রহমান মিজু বলেন, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়নে কয়েকদিন থেকে কাজ চলছে। রোদ বৃষ্টির জন্য উপরে শামিয়ানা টাঙানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিবি) রুহুল আমিন বলেন, ঈদের জামাত নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ ঈদের জামাতে পুলিশ মোতায়েন থাকবে।
এ ছাড়া শহরের প্রধান প্রধান সড়কে পুলিশের টহল ও চেক পোস্ট বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
রংপুর পুলিশ পুলিশ সুপার আবু সাইম বলেন, জেলার ৮ থানায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মোবাইল প্রেট্রোলিংসহ ঈদের দিন স্ট্যান্ডবাই তিন গাড়ি পুলিশ প্রস্তুত থাকবে; যাতে যেকোনো অপ্রীতিকর ঘটনা সহজেই মোকাবেলা করা যায়।