Published : 28 May 2025, 03:47 PM
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে কোটালীপাড়া উপজেলার মনোহর মার্কেট এলাকায় এবং বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার লোহাইড় এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের হাসেম শেখের ছেলে ট্রলি চালক লিমন শেখ (৩৫) ও মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের সোহেল মুন্সির স্ত্রী আন্না বেগম (২০)।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাধাগঞ্জ গ্রামে বালু নামিয়ে ট্রলি নিয়ে কোটালীপাড়ায় ফিরছিলেন চালক লিমন। ট্রলিটি কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কের মনোহর মার্কেটের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণহীন গতির কারণে সড়কের উপর উল্টে যায়।
এতে ট্রলির নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন লিমন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা ।
অন্যদিকে, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বলেন, সকালে লোহাইড় গ্রামের আন্না বেগম বণগ্রাম বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন। পরে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।
“বেলা ১১টার দিকে ভ্যানটি লোহাইড় গ্রামের মুন্সী বাড়ির কাছে পৌঁছালে ওড়না ভ্যানের চাকায় পেচিয়ে গেলে রাস্তায় আছড়ে পড়েন ওই নারী।”
এতে তিনি মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি কামাল আরও বলেন, আবেদনের প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।