Published : 18 Jun 2025, 11:34 AM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী- বিএসএফ। তাদেরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটকদের মধ্যে সাতজন নারী ও ১০ শিশু রয়েছে।
বুধবার ভোরে ৫৩ বিজিবি অধীনস্থ মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪/৫-১এস এর কাছ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
এ সময় ওই সীমান্ত এলাকায় প্রবল বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছিল বলেও জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়। তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে এবং শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জোর প্রতিবাদ জানানো হয়েছে জানিয়ে এ বিজিবি কর্মকর্তা আরও বলেন, নারী ও শিশু পুশইন রোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে, এই তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।